অপরাজিতা চায়ের দোকানে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে দোকান মালিক মানিক মল্লিকের কন্যা আন্নিসা তানজিন স্নেহার ১০তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় কুষ্টিয়া সরকারী কলেজ মাঠের সামনে অপরাজিতা চায়ের দোকানে স্নেহার জন্মদিনের কেক কেটে পালন করেন অতিথিরা।
ব্যতিক্রমী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ
ড. মুস্তানজিদ, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, সহ-সভাপতি ডাঃ গোলাম মওলা, নিউজ ২৪ টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক জাহিদুজ্জামান জাহিদ, দেশান্তর টিভির চেয়ারম্যান রুহুল আমিন বাবু, ঢাকা পোস্টের কুষ্টিয়া প্রতিনিধি রাজু আহমেদ, পরিবর্তন ডটকমের কুষ্টিয়া প্রতিনিধি মেজবা উদ্দিন পলাশ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
পরে মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী রেদোয়ান ও তার দলবল।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ১৩,২০২২//