Print Date & Time : 21 April 2025 Monday 8:18 pm

কুষ্টিয়ায় চালের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নিজস্ব প্রতিবেদক:

কুষ্টিয়াসহ সারাদেশে চালের দাম বৃদ্ধি পাওয়ায় পরিচালিত হচ্ছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

এরই প্রেক্ষিতে ১৮ জানুয়ারি, বৃহস্পতিবার দুপুরে শহরের ৪টি দোকানে চালের মূল্য তালিকার সাথে মিল না থাকায় চৌড়হাস, লাহিনী বটতলা, বড়বাজারসহ ৩টি চালের দোকানে ২ হাজার টাকা এবং একটিতে ৬ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডলের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় পুলিশ ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে দোকানদার ও ব্যবসায়ীদের মূল্য তালিকার সাথে সঙ্গতি রেখে চাল বিক্রি করার কথা বলেন তারা। এর ব্যত্যয় হলে কঠিন সিদ্ধান্ত নেওয়ার নেওয়া হবে বলে সতর্ক করা হয়।

খালিদ  সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৮ জানুয়ারি ২০২৪