Print Date & Time : 21 April 2025 Monday 12:50 pm

কুষ্টিয়ায় চাল রশিদ গ্রেফতার

কুষ্টিয়া প্রতিনিধি: বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের রশিদ এগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেডের মালিক আব্দুর রশিদকে গ্রেফতার করেছেন পুলিশ। 

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে কুষ্টিয়া শহর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব। তিনি আরও জানান, ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন আব্দুর রশিদ। আব্দুর রশিদ এবং তার পরিবারের সদস্যদর বিরুদ্ধে ঋণখেলাপির দায়ে আদালতে ৬৮টি মামলা দায়ের করেন সোনালী ব্যাংক, ইসলামী ব্যাংক সহ দেশের বেশ কয়েকটি ব্যাংক কর্তৃপক্ষ। এরপর থেকেই তিনি ও তার পরিবার সদস্যরা আত্মগোপনে ছিলেন। আজ সন্ধ্যার কুষ্টিয়া শহর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। 

আব্দুর রশিদ দেশের শীর্ষ চাল ব্যবসায়ী ও বাংলাদেশ অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতির সভাপতি তিনি।

এহ/16/11/24/ দেশ তথ্য