Print Date & Time : 2 July 2025 Wednesday 6:34 pm

কুষ্টিয়ায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

কুষ্টিয়ায় শিক্ষা সহায়তা ও স্বাস্থ্য সেবায় কাজ করা স্বেচ্ছাসেবি সংগঠন মেধা’র আয়োজনে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরন করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় শুরু হয়ে দুপুর দেড়টা পর্যন্ত শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশ গ্রহনের মাধ্যমে এই প্রতিযোগিতায় বিজয়ী আঁকিয়েদের মাঝ পুরুস্কার বিতরন করেন সংগঠনটি সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার সালাহ উদ্দিন। এসময় সেখানে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক আমিরুল ইসলাম, কুষ্টিয়া সমাজ সেবা উপপরিচালক মুরাদ হোসেনসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ।

কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির কর্মশালা মিলনায়তনে এই চিত্রাংকন প্রতিযোগিতায় জেলার ১২ বিদ্যালয়ের প্রতিটি বিদ্যালয় হতে ৪ জন করে অংশগ্রহণ করে। পরে বিজয়ী প্রতিযোগিদের মধ্যে পুরষ্কারে বিতরণ করা হয়েছে।

আয়োজক কর্তৃপক্ষের বিচারকবৃন্দের দেয়া তথ্যমতে, প্রতিযোগিতায় ‘ক’ ইউনিটে প্রথম স্থান অধিকার করেন কুষ্টিয়া জিলা স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র মোঃ আরব আলী। ২য় স্থান অধিকার করেন কুষ্টিয়া পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্রী রিয়া আলম। ৩য় স্থান অধিকার করেন কুষ্টিয়া কালেক্টর স্কুলের ৭ম শ্রেণীর ছাত্র মৃদুলা মেহেদী।

‘খ’ ইউনিটে প্রথম স্থান অধিকার করেন, কুষ্টিয়া জিলা স্কুলের নবম শ্রেণীর ছাত্র নাঈম আল রিয়াম।২য় স্থান অধিকার করেন কুষ্টিয়া পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণীর ছাত্রী ওয়ারিসা হোসেন।৩য় স্থান অধিকার করেন কুষ্টিয়া পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণীর ছাত্রী ফাতেমা তুজ জেরিন।

এছাড়াও স্বাগত বক্তব্য রাখেন, মেধা কুষ্টিয়ার সদস্য সচিব, শামীম আহমেদ। কোরআন থেকে তেলাওয়াত করেন মেধা কুষ্টিয়ার সদস্য,আ.ফ.ম নুরুল কদের। অনুষ্ঠান পরিচালনা করেন আলমগীর আশরাফ।

রাজা/দৈনিক দেশ তথ্য//সেপ্টেম্বর ০৬,২০২২//