Print Date & Time : 11 May 2025 Sunday 3:10 am

কুষ্টিয়ায় চুরি যাওয়া ইজিবাইক উদ্ধার

চোর চক্রের ২ সদস্য আটক

কুষ্টিয়ায় চুরি যাওয়া ইজিবাইক ২৪ ঘন্টা ভিতর উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনায় জড়িত চোর চক্রের ২ জন সদস্যকে আটক করা হয়েছে।

জগতি পুলিশ ক্যাম্প এর ইনচার্জ মেহেদী হাসান মুন্নু জানান, নেশার টাকা যোগার করতে এমন চুরির পথ বেছে নেয় এই তিন জন। এর আগেও তারা অনেক এলাকা থেকে একাধিকবার বার চুরির ঘটনা ঘটিয়েছে। 

এবার এ ঘটনার পর পর অভিযানে নামে পুলিশ। পরে গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান চালিয়ে চুরি যাওয়া ইজিবাইক সহ ২ জনকে আটক করা হয়।

এই দিকে ইবি এলাকার সাধারণ জনগন বলেন, নেশার টাকা যোগার করতে প্রতি নিয়ত এমন চুরি হতেই চলেছে। এই সময় চোর চক্রের ২ সদস্য কে আটক করেছে পুলিশ।ঐ  চোর চক্রের ২ সদস্যের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার সোনাইডাংগা গ্রামে।

দিনের বেলায় তাদের পেশা ছিলো ভ্যান চালক ও বিত্তিপাড়া বাজারে শ্রমিকের কাজ। এর মাঝেই তারা মানুষের চোখকে ফাকি দিয়ে চালিয়ে যেত চুরি।

এবি//দৈনিক দেশতথ্য//জুন ৯,২০২২//