Print Date & Time : 7 July 2025 Monday 12:46 pm

কুষ্টিয়ায় চোলাই মদ সহ একজন গ্রেফতার

র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি দল ২০ মে  ২০২২ ইং তারিখ দুপুর ১২:৫০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার কুমারখালী থানার শেরকান্দি গ্রামে”একটি মাদক বিরোধী অভিযান করে।

উক্ত অভিযানে ৯৫ (পঁচানব্বই) লিটার চোলাই মদ, যাহার মূল্য আনুমানিক-৪৭,৫০০/- (সাতচল্লিশ হাজার পাঁচশত) টাকা, মোবাইল ফোন-০১টি, সিম কার্ড-০২টি সহ ০১ জন আসামী  প্রনব ঘোষ (৫৪), পিতা-মৃত পরেশ ঘোষ, সাং- শেরকান্দি, থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীকে কুমারখালী থানায় সোপর্দ করা হয়েছে।

এবি//দৈনিক দেশতথ্য//মে ২০,২০২২//