ছোট ভাইয়ের স্ত্রীর সাথে ঝগড়া বাঁধে। এরপর দুই ভাইয়ের হাতাহাতি তারপরে বড় ভাই খুন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পারিবারিক বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে। নিহত ওই বড় ভাইয়ের নাম মুক্তার আলী(৫০)। বুধবার রাত ১০টার দিকে উপজেলার মথুরাপুর এলাকার হিসনাপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত মুক্তার আলী ও তার ছোটভাই আনারুল ইসলাম মথুরাপুর এলাকার হিসনাপাড়ায় এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। তারই জেরে বুধবার রাত ১০ টার দিকে মুক্তারের সঙ্গে ছোট ভাই আনারুলের স্ত্রীর ঝগড়া বাঁধে। এ সময় দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে আনারুল বাঁশ দিয়ে মুক্তারের মাথায় ও ঘাড়ে আঘাত করেন। এতে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন মুক্তার। আশংকাজনক অবস্থায় দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৌলতপুর থানার (ওসি) জাবীদ হাসান বলেন, পারিবারিক দ্বন্দ্বকে কেন্দ্র করে দুই ভাইয়ের ঝগড়া বাঁধে। এতে ছোট ভাই রাগে-ক্ষোভে বড় ভাইকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে। এতেই রাতে তার মৃত্যুর খবর পেয়েছি। এখন পর্যন্ত থানায় মামলা হয়নি। ঘটনার পর থেকে ঘটক ছোট ভাই পলাতক রয়েছে।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post