জঙ্গিবাদ ও মাদকাসক্তির বিরুদ্ধে শিল্প শীর্ষক ‘জঙ্গি ও মাদককে রুখব বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ব’-এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে। শনিবার সন্ধ্যায় এই অনুষ্ঠানের আয়োজন করে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি।
শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অতিথিরা বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন। জেলা শিল্পকলা একাডেমি ও স্থানীয় শিল্পী মাদকবিরোধী গান, আধুনিক গান, নৃত্য, কবিতা এবং নাটক পরিবেশন করেন। অনুষ্ঠানটি নিয়মিতভাবে সপ্তাহের প্রতি শনিবার চলমান রাখার উদ্যোগ নিয়েছে জেলা শিল্পকলা একাডেমি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সুজন রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় আমিরুল ইসলাম বলেন, সর্বনাশা নেশার চোরাস্রোতে তলিয়ে যেতে বসেছে আমাদের তরুণ সমাজ। মাদকাসক্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। চিন্তিত হয়ে পড়েছেন অভিভাবকরা, কিন্তু সমাধানের রাস্তা খুঁজে পাচ্ছেন না। মাদক পাচার এবং মাদকাসক্তির হার কমানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন সরকার। সরকারকে সহযোগিতা করতে সবার সম্মিলিত উদ্যোগ, মাদকের বিরূপ প্রভাব সম্পর্কে সবার মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। নবচেতনায় তাই সপ্তাহে প্রতি শনিবার মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন নিয়মিত রাখতে উদ্যোগ নিয়েছে জেলা শিল্পকলা একাডেমি।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে মাদককে না বলে শপথ বাক্য পাঠ ও সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন লেখক কনক চৌধুরী।
এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ০২,২০২২// রাত ১০ টা//

Discussion about this post