ভেড়ামারা মনিপার্কে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে আজ ২২ ফেব্রুয়ারী শনিবার কুষ্টিয়ার জাতীয়তাবাদী সাংবাদিক ফােরামের বার্ষিক বনভোজন ও পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ও বাহিরচর ইউনিয়নের সীমান্ত এলাকায় অবস্থিত এই মনি পার্ক।
যা গোলাপনগর সলেমান শাহ দরবার শরিফ এর পাশে অবস্থিত। সলেমান শাহ মাজার শরিফ থেকে ডান হাতের রাস্তায় ১ কিলো মিটার গেলেই মনিপার্ক।
এটি অনেক সুন্দর একটি জায়গা। এখানে আসলে আপনার মন ভরে যাবে পদ্মার প্রকৃতি দৃশ্য দেখে। বর্তমান বিনোদনের একটি অন্যতম স্থান হয়ে দাড়িয়েছে এই মনিপার্ক।
দিনব্যাপী বন ভোজন শেষে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম, কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপত্বিত করেন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন, দৈনিক আমার সংবাদ পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি ও জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মুকুল।
প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কন্ঠ পত্রিকার কুষ্টিয়া স্টাফ রিপোর্টার তারিকুল হক তারিক।
বিশেষ অতিথি ছিলেন দৈনিক আমাদের সময় পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিবেদক শামসুল আলম স্বপন। ইবি বিশ্ব বিদ্যালয়ের ডক্টর বদরুদ্দোজা। ভেড়ামারার সিনিয়র সাংবাদিক ইসমাইল হোসেন বাবু ।
দিনব্যাপী বনভোজনে ছিল নাচ গান, লাকি কুপন ও শেষে গানবাজনা। এই বনভোজন অনুষ্ঠানে প্রায়ই ৫০ জন নবীন এবং প্রবীণ সাংবাদিকরা সম্মিলিতভাবে বনভোজনে অংশগ্রহণ করেন।