Print Date & Time : 8 May 2025 Thursday 9:33 pm

কুষ্টিয়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

এবার দিবসটির প্রতিপাদ্য-‘সময়ের অঙ্গীকার, কন্যাশিশুর অধিকার’। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কুষ্টিয়ার আয়োজনে শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৪ অক্টোবর) বেলা ১১টায় সদর উপজেলার হরিনারায়নপুর বালিকা বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় মহিলা বিষয়ক অধিদপ্তর কুষ্টিয়ার উপপরিচালক নূরে সফুরা ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)শারমিন আক্তার, কুষ্টিয়া জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, সদর উপজেলা সহকারী ভুমি কমিশনার দবির উদ্দিন সহ বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য, অভিভাবক শিক্ষক-শিক্ষার্থী এবং জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ০৪,২০২২//