Print Date & Time : 6 July 2025 Sunday 10:14 pm

কুষ্টিয়ায় জাতীয় প্রবাসী দিবস পালিত

  জাতীয় প্রবাসী দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয় । 

শনিবার (৩০ ডিসেম্বর) কুষ্টিয়ার ডিসি কোর্ট চত্বর থেকে এ র‍্যালি বের হয়। 

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, কুষ্টিয়া জনাব মো: এহেতেশাম রেজা। এ সময় আরও উপস্থিত ছিলেন সরকারি -বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা -কর্মচারীবৃন্দ।

২০২২ সালের ৩০ ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস করার প্রস্তাব অনুমোদন করে মন্ত্রিসভা। মন্ত্রীপরিষদ বিভাগ দিবসটিকে ‘খ’ শ্রেণীভুক্ত করে পরিপত্র জারি করে। এরই পরিপ্রেক্ষিতে প্রথমবারের মতো সারাদেশে জাতীয় প্রবাসী দিবস উদযাপিত হচ্ছে।

মুক্তিযুদ্ধ পরবর্তীকালে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন, যুদ্ধ-বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠন, বৈদেশিক সহায়তা এবং কূটনৈতিক কার্যক্রম জোরদার করতে প্রবাসীদের সক্রিয় সহযোগিতা ও অবদান অনস্বীকার্য। বর্তমানে বিশ্বের ১৭০টিরও বেশি দেশে বিপুলসংখ্যক অনাবাসী বাংলাদেশি এবং শ্রম অভিবাসনের আওতায় বাংলাদেশি কর্মী অবস্থান করছেন।

খালিদ  সাইফুল // দৈনিক দেশতথ্য // ৩০ ডিসেম্বর ২০২৩