Print Date & Time : 15 May 2025 Thursday 6:29 pm

কুষ্টিয়ায় জাতীয় সুন্দরবন দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন’ এ প্রতিপাদ্যকে উপজীব্য করে কুষ্টিয়ায় সুন্দরবন দিবস পালিত হয়েছে।সোমবার বিকেলে কুষ্টিয়া শহরের থানা পাড়ায় মানুষ মানুষের জন্য কুষ্টিয়ার স্থায়ী কার্যালয়ে দিবসটি উদযাপন হয়।প্রতিবারের ন্যায় এবারো বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে রক্ষায় বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন বিবিসিএফ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানুষ মানুষের জন্য, বিবিসিএফ কুষ্টিয়া ও কুষ্টিয়া বার্ড ক্লাবের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মানুষ মানুষের জন্য ও বিবিসিএফ কুষ্টিয়ার সাংগঠনিক সম্পাদক নাব্বির আল নাফিজের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানুষ মানুষের জন্য ও বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন বিবিসিএফ কুষ্টিয়া জেলার সভাপতি দি ফক্স ম্যান শাহাবউদ্দিন মিলন, কুষ্টিয়া বার্ড ক্লাবের সভাপতি ও বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন বিবিসিএফ কুষ্টিয়া জেলার সাধারণ সম্পাদক পাখি গবেষক এস আই সোহেল, কৃষি উদ্যোক্তা শাহরিয়ার আলম মুরাদ। এসময় উপস্থিত ছিলেন, আরিফ, সিরাজ খালাসী, সেলিম,নয়ন, নাসিমসহ আরও অনেকে। আলোচনা সভায় বক্তারা বলেন, আজ জাতীয় সুন্দরবন দিবস। সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন। বঙ্গোপসাগরের কোল ঘেষে হওয়ায় এই বনের দীর্ঘ গাছের দেয়াল সৃষ্টি করে উপকূল অঞ্চল কে জলোচ্ছ্বাস থেকে মুক্ত করে রেখেছে যুগ যুগ ধরে।  দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২ কোটি মানুষের অর্থনৈতিক, সামাজিক অবস্থাও সুন্দরবনের উপর কম-বেশি নির্ভরশীল।  এখনই সময় সুন্দরবন কে বাঁচাতে সবাই কে একসাথে এগিয়ে আসতে হবে।

আলোচনা সভার সঞ্চালনা করেন, সংগঠনের সদস্য আশিকুর রহমান আবির।

উল্লেখ্য, ২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ পরিবেশ আন্দোলনের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনার স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তর ও পরশ-এর উদ্যোগে এবং দেশের আরও ৭০টি পরিবেশবাদী সংগঠনের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলনে ১৪ ফেব্রুয়ারিকে ‘সুন্দরবন দিবস’ ঘোষণা করে প্রতিবছর পালন করা হয়।

দৈনিক দেশতথ্য//এল//