নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার দৌলতপুরে সন্ত্রাসী হামলায় নিহত জাসদ জাতীয় যুব জোটের নেতা মাহবুব খান সালামের লাশ নিয়ে বিক্ষোভ হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) বিকাল ৩টার দিকে উপজেলার আল্লারদর্গা বাজার এলাকায় হওয়া ওই বিক্ষোভ মিছিলে এলাকার হাজার-হাজার মানুষ অংশ নিয়েছিল।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে দুপুরের দিকে সালামের মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়। সন্ধ্যার দিকে পারিবারিক গোরস্থানে সালামের লাশ দাফন করা হয়।
এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। পরিস্থিতি সামাল দিতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, পূর্ব শত্রুতার জের ধরে দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সেলিম চৌধুরী ও উপজেলা যুবলীগের সভাপতি টোকেন চৌধুরীর নেতৃত্বে ২০-২৫ জন ওই হামলা চালায়। তারা সালামকে কুপিয়ে হাত-পায়ের রগ কেটে দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত ১১টার দিকে আল্লারদর্গা বাজার থেকে ভ্যানে করে সালাম বাড়ি ফিরছিলেন। আল্লারদর্গা গ্রামের বিজলী মোড় ও বয়ান মার্কেটের মাঝামাঝি জায়গায় রাস্তার মাঝে দাঁড়িয়ে আলী রাজ নামে এক ব্যক্তি সালামকে ডাক দেয়। সে ভ্যান থেকে নেমে আলী রাজের কাছে গেলেই অন্ধকারে ওৎ পেতে থাকা সেলিম চৌধুরী ও টোকেন চৌধুরীর নেতৃত্বে বাদশা, বকুল, মাছুম, রাজীব, শাহীন, রাজা, রেজুসহ প্রায় ২৫ জন অস্ত্রসস্ত্র নিয়ে সালামের ওপর হামলা চালিয়ে গুরুতর জখম করে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবীদ হাসান বলেন, পূর্ব বিরোধের জের ধরে সালামকে হত্যা করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। এখনো মামলা হয়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, বুধবার (১১ মে) রাত ১১টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের আল্লারদর্গা গ্রামের বিজলী মোড় ও বয়ান মার্কেটের মাঝামাঝি জায়গায় পূর্ব শত্রুতার জের ধরে মাহবুব খান সালামকে হাত-পায়ের রগ কেটে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
নিহত মাহবুব খান সালাম জাসদের জাতীয় যুব জোটের দৌলতপুর উপজেলার সাধারণ সম্পাদক। তিনি উপজেলার আমদহ গ্রামের আলাউদ্দিনের ছেলে।
এবি//দৈনিক দেশতথ্য//মে ১২,২০২০//

Discussion about this post