Print Date & Time : 2 August 2025 Saturday 7:28 pm

কুষ্টিয়ায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে পেশাজীবী পরিষদের শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে পেশাজীবী পরিষদ।

বুধবার সকালে পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব অ্যাডভোকেট শামিম উল হাসান অপুর নেতৃত্বে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

কুষ্টিয়া আড়ুয়াপাড়াস্থ পেশাজীবী পরিষদের অস্থায়ী কার্যালয়ে প্রায় শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অপু।

শীতবস্ত্র বিতরণের আগে জিয়াউর রহমানের রুহের মাগফেরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা।
এ সময় আরও উপস্থিত ছিলেন সদর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল সহ স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৬ ফেব্রুয়ারি ২০২৪