Print Date & Time : 6 August 2025 Wednesday 12:11 pm

কুষ্টিয়ায় জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা, শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান

ওপেলিয়া কনি , কুষ্টিয়াঃ জুলাই গণঅভ্যুত্থানের একবছর পূর্তি উপলক্ষে কুষ্টিয়ায় শ্রদ্ধা, সম্মিলন, আলোচনা সভা ও বিজয় র‌্যালির মাধ্যমে স্মরণ করা হয়েছে শহীদদের বীরত্বগাথা।

মঙ্গলবার সকাল ৯টায় কুষ্টিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ও জুলাই শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান ও পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শহীদ পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

একইসঙ্গে জেলার অন্যান্য জুলাই শহীদদের সমাধিতেও জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

পরে সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় “জুলাই শহীদ পরিবার ও যোদ্ধা সম্মিলন”। এতে শহীদ পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন এবং তাঁদের স্মৃতিচারণমূলক বক্তব্যে উত্তাল আন্দোলনের দিনগুলোর স্মরণে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রদর্শন করা হয় প্রধান উপদেষ্টার বিশেষ ভিডিও বার্তা। এরপর আলোচনা সভা শেষে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের মাঝে সম্মাননা স্মারক ক্রেস্ট ও উপহার সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ।

বিকেল ৩টায় কুষ্টিয়া পৌরসভা প্রাঙ্গণ থেকে “বিজয় র‌্যালি” বের করা হয়, যা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান ও পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বিজয় র‌্যালিতে নেতৃত্ব দেন।

গণঅভ্যুত্থানের সাহসী শহীদদের স্মরণে আয়োজিত এসব কর্মসূচিতে কুষ্টিয়াবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, জাতি আজও ভুলেনি তাঁদের আত্মত্যাগ।

ওপেলিয়া কনি //দৈনিক দেশতথ্য//০৫ আগস্ট ২০২৫//