কুষ্টিয়া সদর উপজেলার মডেল মসজিদে (কুঠিপাড়ায়) কুষ্টিয়া জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্দোগে কুষ্টিয়া জেলা পর্যায়ের প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের এক সম্মেলন অনুষ্ঠিত হয়। গতকাল ২২ জুন, ২০২২ রোজ বুধবার বেলা ১১ টায় ওই সম্মেলনে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন সংক্রান্ত আলোচনা সভা হয়।
ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ হেলালউজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ খাইরুল আলম। স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী-পরিচালক এ জে এম সিরাজুম মুনির।
ইমামদের পক্ষে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রাজ্জাক, আব্দুস সোবহান শেখ। এছাড়া উক্ত সম্মেলনে ইমাম ও মুয়াজ্জিনদেরকে চিকিৎসা ও ঋণ বাবদ নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন কুষ্টিয়া সদর উপজেলা মডেল মসজিদের সেক্রেটারী মোঃ ফারুক হোসেন বিশ্বাস। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওঃ ফয়সাল আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন যে, ইমাম সাহেবগণ হচ্ছেন সমাজের ধর্মীয় নেতা। ইমাম সাহেবগণ যে কথা বলেন তার প্রতি সাধারণ মানুষের শ্রদ্ধা ভক্তি ও ভালোবাসা থাকে। তাই আপনারাই পারেন সঠিক কথা তুলে ধরতে। সমাজের হানাহানি, দন্দ্ব ও বিভিন্ন বিতর্ক সম্পর্কে আপনারা সঠিক কথা শুক্রবারে জুম্মার নামাজে তুলে ধরতে পারেন। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বহু বছর ধরে বিভিন্ন ধর্মের মানুষ এখানে শান্তিতে বসবাস করছেন। কেউ যেন অশান্তি সৃষ্টি করতে না পারে সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন।
এবি//দৈনিক দেশতথ্য//জুন ২২, ২০২২//