এসএম জামাল, কুষ্টিয়া:
কুষ্টিয়া জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
এসময় তিনি বলেন, সরকারি প্রত্যেক দপ্তরকে সংস্কারের আওতায় এনে মেধা, দক্ষতা ও সততা দিয়ে আমাদের কার্যক্রমগুলো সুনিশ্চিত করবো, যাতে সন্তোষজনক হয়। এজন্য সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
সভায় কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং অপরাধ দমনে সকলের সহযোগিতা কামনা করেন।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
জেলার সামগ্রিক উন্নয়ন কার্যক্রম, চলমান প্রকল্পের অগ্রগতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সরকারি সেবার মান উন্নয়ন নিয়ে সভায় আলোচনা হয়।
সভায় উপস্থিত সদস্যরা তাদের নিজ নিজ দপ্তরের কার্যক্রম উপস্থাপন করেন এবং আগামী মাসে নির্ধারিত কর্মপরিকল্পনা সফলভাবে বাস্তবায়নের করবেন বলে আশ্বাস দেন।