কুষ্টিয়া জেলা পরিষদের নব-নির্বাচিতদের প্রথম পরিষদ সভা বুধবার বেলা ১২ টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সদর উদ্দিন খান। কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুন্সী মো: মনিরুজ্জামানের পরিচালনায় সভায় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান, মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আখতারুজ্জামান মিঠু, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: এজাজ আহমেদ মামুন প্রমূখ বক্তব্য রাখেন।
নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সদর উদ্দিন খান বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার হাত ধরে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের জন্য জেলা পরিষদের প্রত্যেক সদস্যকে সততা ও ন্যায় নিষ্ঠার সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে। এ সময় তিনি উন্নয়নের ধারা অব্যাহত ও আরো গতিশীল রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার আহবান জানান। সভায় জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্যবৃন্দ ছাড়াও কুষ্টিয়ার ছয়টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, পৌরসভার মেয়র উপজেলা চেয়ারম্যান গন অংশগ্রহণ করেন। সভায় ভেড়ামারা উপজেলা থেকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত জেলা পরিষদের সদস্য আবু হেনা মোস্তফা কামাল মুকুলকে প্যানেল সভাপতি-১ হিসেবে নির্বাচিত করা হয়।
বা// দৈনিক দেশতথ্য// ১৭ নভেম্বর//

Discussion about this post