Print Date & Time : 14 May 2025 Wednesday 1:20 am

কুষ্টিয়ায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা প্রদান

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে শনিবার (৯ ডিসেম্বর) কুষ্টিয়ার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নারীর উন্নয়ন ও ক্ষমতায়নের মূর্ত প্রতীক জয়িতা। কেবল নিজের অদম্য ইচ্ছাশক্তিকে সম্বল আর জীবনের চরম প্রতিকূলতাকে জয় করে জয়িতারা সবার অলক্ষ্যে সমাজে নিজের জন্য জায়গা করে নিয়ে চলেছেন। রাজনীতি, খেলাধূলা, সাংবাদিকতা,প্রশাসন, বিচারালয়, সশস্ত্র বাহিনী,জন প্রতিনিধিত্বসহ সব ক্ষেত্রেই আজ নারীরা সফলতার সাথে কাজ করে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা এসব কথা বলেন।তিনি আরও বলেন “জয়িতারা সমাজে আদর্শ।”

অনুষ্ঠানে কুষ্টিয়ার মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নূরে সফুরা ফেরদৌসের সভাপতিত্বে সেখানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, জেলা শিক্ষা অফিসার, প্রমুখসহ জন প্রতিনিধি ও সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এ সময় পাঁচটি ক্যাটাগরীতে  উপজেলা পর্যায়ে ৫  জন জয়িতা এবং জেলা পর্যায়ে ৫ জন নারীকে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননার স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। শ্রেষ্ঠ জয়িতারা হলেন – ক) তাসলিমা খাতুন শিল্পী,৫৫ জিন্না হক টাওয়ার,কোর্টপাড়া,কুষ্টিয়া।

খ) ইফফাত জাহান তনুজা, দুর্গাপুর, কুমারখালি, কুষ্টিয়া। গ) রওশন আরা রহমান, ৬ নং শহীদ আব্দুর রাজ্জাক সড়ক, কালিশংকরপুর,কুষ্টিয়া। ঘ) মোছাঃ রেনু খাতুন, ফারাকপুর, ওয়ার্ড নং-  ০১, ভেড়ামারা পৌরসভা,ভেড়ামারা, কুষ্টিয়া। ঙ) মোছাঃ মেহেরুপা সুলতানা রনি,সামুখিয়া,তালবাড়িয়া,মিরপুর, কুষ্টিয়া। সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক জয়িতাদেরকে ফুলেল শুভেচছা জানিয়ে তাদের উত্তরোত্তর শুভকামনা করেন।

 এবি//দৈনিক দেশতথ্য//ডিসেম্বর ০৯,২০২৩//