Print Date & Time : 1 July 2025 Tuesday 11:44 pm

কুষ্টিয়ায় জোড়াখুনে মৃত্যুদন্ড প্রাপ্ত নয়ন গ্রেফতার

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে যৌন হয়রানীর প্রতিবাদ করায় সহোদরসহ এক স্কুল শিক্ষককে কুপিয়ে জোড়া খুন মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামী নয়ন শেখ(৩৫)কে গ্রেফতার করেছে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের একটি অভিযানিক দল।

সোমবার দুপুর সাড়ে ১২টায় র‌্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান র‌্যাব ক্যাম্পে সংবাদ সম্মেলনে জানান, স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে ৭ম শ্রেনীর একছাত্রীকে বখাটেদের উৎপাতের প্রতিবাদ করায় ২০১৪ সালের ২৫ এপ্রিল রাতে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মজিবর রহমান ও সহোদর মিজানুর রহমানকে ওই সব বখাটেরা দলবেধে এসে ধারালো অস্ত্রের আঘাতে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে। এঘটনায় নিহতের ছেলে জাহারুল ইসলাম বাদি হয়ে ঘটনার পরদিন ভেড়ামারা থানায় হত্যা মামলা করেন। ওই মামলার তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে অভিযোগ এনে আদা প্রতিবেদন দেয় পুলিশ। মামলাটি স্বাক্ষ্য শুনানী শেষে গত ২০১৯ সালের ০১ডিসেম্বর, কুষ্টিয়া জেলা ও দায়রা জজ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক আসামীদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমানিত হওয়ায় গ্রেফতার নয়ন শেখসহ ৪জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডাদেশ প্রদান করেন। এমামলার রায় ঘোষনার দিন থেকে অদ্যবধি মৃত্যুদন্ডপ্রাপ্ত নয়ন শেখ বিভিন্ন ছদ্মবেশ ধারন করে পলাতক জীবন যাপন করছিলো। পাশর্^বর্তী দেশ ভারত এবং রাজশাহীর বাঘা উপজেলায় সে যাতায়াত করত। বিষয়টি আধুনিক তথ্যপ্রযুক্তির সাহায্যে অভিযান চালিয়ে রাজশাহীর বাঘা উপজেলার পলাশী গ্রাম থেকে নয়ন শেখকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর ওই মামলার বাদি পক্ষের সনাক্ত ও আসামীর স্বিরোক্তির মাধ্যমে র‌্যাব নিশ্চিত হয়েছে যে এই নয়ন শেখই প্রকৃত দন্ডপ্রাপ্ত আসামী নয়ন শেখ। গেফতারের সময় তার দখল থেকে একটি বিদেশী পিস্তল ও দুই র্উান্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব। এখন যথাযথ আইনী প্রক্রিয়ার মাধ্যমে গ্রেফতার নয়ন শেখকে আদালতে সৌপর্দ করা হবে বলেও নিশ্চিত করেন এই র‌্যাব কর্মকর্তা।

এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ১৩,২০২২//