সেলিম আহামেদ তাক্কু :কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা নিতে এসে টিকা গ্রহণ শেষে গৃহপরিচারিকা নুরজাহান বেগম তার ভ্যানিটিব্যাগে রাখা সর্বস্ব খুঁইয়েছেন বলে জানা গেছে।
ভুক্তভোগী নুরজাহান বেগমের বাড়ি যদুবয়রা ইউনিয়নের এনায়েতপুর গ্রামে। তিনি জানান, গতকাল রোববার করোনার টিকা নিতে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকা গ্রহণ শেষে তিনি তার হাতে থাকা বাজারের ব্যাগের মধ্যে রাখা ভ্যানিটি ব্যাগ না পেয়ে পাগলের মতো খুঁজতে থাকেন। এবং এসময় কান্নাকাটি করতে করতে জানান, তার ব্যাগে জাতীয় পরিচয় পত্র,নগদ টাকা এবং একটি মোবাইল ফোন ছিলো যে মোবাইল নাম্বারে বিধবা ভাতার টাকার ম্যাসেজ আসে। তিনি আরো জানান, তার সর্বস্ব হারানোর সংবাদ শুনে আরো ২/৩ জন জানিয়েছেন এর আগে একজনের ৬০ হাজার এবং আরেকজনের ১৫ হাজার টাকা হারিয়েছে।
এ বিষয়ে কুমারখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আকুল উদ্দিন জানান, মহিলা টিকা গ্রহণকারীদের লাইনে মহিলা পকেটমার এবং পুরুষ লাইনে পুরুষ পকেটমারের একটি চক্র বেশ কিছুদিন যাবত এমন অপকর্ম করছে। যেদিকে সিসি ক্যামেরা লাগানো নাই সেদিকেই সাধারণত এই ঘটনা ঘটছে বলে ধারনা করা হচ্ছে। দ্রুতই টিকা গ্রহণের সব জায়গাগুলো ক্যামেরার আওতায় আনা হবে।
দৈনিক দেশতথ্য//এল//