Print Date & Time : 11 September 2025 Thursday 8:36 am

কুষ্টিয়ায় ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় লালনশাহ সেতুর পশ্চিম পাড়ে মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অভি সরদার (২০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

নিহত অভি পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচারা গ্রামের বাসিন্দা সুজন সরদারের ছেলে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, অভি সরদার মোটরসাইকেলে করে ঈশ্বরদী থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। লালন শাহ সেতু পার হওয়ার পরই কুষ্টিয়া-ঈশ্বরদী সড়কে চলন্ত একটি ট্রাক গতি কমালে, পিছন থেকে মোটরসাইকেল আরোহী অভি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে সজোরে ধাক্কা খায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা অভিকে উদ্ধার করে দ্রুত ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ভেড়ামারা থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ

এহ/05/11/24/ দেশ তথ্য