Print Date & Time : 5 July 2025 Saturday 9:56 am

কুষ্টিয়ায় ট্রাক উল্টে নিহত ১

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় ইট বোঝাই  ট্রাক উল্টে একজন নিহত হয়েছে।  সোমবার  বিকেল ৫ টার দিকে উজানগ্রাম-গজনবীপুর গ্রামের সড়কে এ দুর্ঘটনা ঘটে । নিহত ব্যক্তি গজনবীপুর গ্রামের কানাইপাড়ার নয়ন মন্ডল (৪৫)। জানা গেছে তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী ছিলেন।

উজানগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানোয়ার হোসেন মোল্লা জানান, মাছ ব্যবসায়ী নয়ন বাড়ি তৈরী করার জন্য ট্রাকে করে ইট নিয়ে বাড়ি ফিরছিলেন। হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় নয়ন পুকুরে লাফ দিলে ইট বোঝায় ট্রাকটি উল্টে তার গায়ের উপরে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দৈনিক দেশতথ্য//এল//