কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাক চাপায় তানিয়া খাতুন (২৫) নামের একজন গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন স্বামী ও সন্তান।
শুক্রবার সন্ধ্যায় কুষ্টিয়া-রাজবাড়ি সড়কের লাহিনীপাড়া সৈয়দ মাসুদ রুমী সেতুর টোলপ্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত স্বামীর নাম মো. আনোয়ার হোসেন (৩৫) ও একমাত্র মেয়ে তাইবা (৩)।তাঁরা কুষ্টিয়া সদর উপজেলার মটপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার আনোয়ার হোসেন মোটরসাইকেল চালিয়ে স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে আত্মীয় বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে সন্ধ্যায় সৈয়দ মাসুদ রুমী সেতুতে ট্রাক পিছন থেকে সজোড়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই আহত হলে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক স্ত্রী তানিয়া খাতুনকে মৃত বলে ঘোষণা করেন।
প্রাথমিক চিকিৎসা শেষে নিহত ব্যক্তির স্বামী ও সন্তানকে ছেড়ে দেওয়া হয়। নিহতদের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়ায় শুক্রবার রাতে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটিকে জব্দ করেছে হাইওয়ে পুলিশ।
শনিবার সকালে এতথ্য নিশ্চিত করে হাইওয়ে থানার ওসি দেবব্রত রায় বলেন, ট্রাকটি পিছন থেকে মোটরসাইকেল টিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনাটি ঘটে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।’
দৈনিক দেশতথ্য//এসএইচ//