কুষ্টিয়া প্রতিনিধি ।। কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কেটে দশম শ্রেণির ২ শিক্ষার্থী নিহত হয়েছেন। রোবার (৪ সেপ্টেম্বর) বিকেলে মিরপুর রেলওয়ে ষ্টেশনের অদূরে জিকে ক্যানালের রেল ব্রীজে এ দূর্ঘটনাটি ঘটে।
চিলাহাটি থেকে খুলনাগামী রূপসা এক্সপ্রেসের নিচে পড়ে ঘটনাস্থলেই ওই দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। নিহত নাঈম (১৫) মিরপুর পৌরসভার নওপাড়া মহল্লার আজিজুল হকের ছেলে। সে বডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। নিহত রিতু (১৫) চিথিলিয়া ইউনিয়নের পাহাড়পুর গ্রামের রবিউল শাহ্’র মেয়ে । সে মিরপুর নিম্ন মাধ্যমিক বিদ্যনিকেতনের দশম শ্রেণির ছাত্রী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই দু’জন রেল লাইনের ওপর দিয়ে হাটছিল। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেসে ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়। মৃত দু’জনের মধ্যে কোনো সম্পর্ক ছিল কিনা তা তাৎক্ষণিক জানা যায়নি।
পোড়াদহ জিআরপি থানার ওসি মনজের আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আর//দৈনিক দেশতথ্য//৪ সেপ্টেম্বর-২০২২

Discussion about this post