Print Date & Time : 10 May 2025 Saturday 6:50 pm

কুষ্টিয়ায় ট্রেনের নিচে লাফ দিয়ে কিশোরের আত্মহত্যা।

আগামীকাল ছিল তার আশির্বাদের দিন

সুভাস নামের এক যুবক আজ মঙ্গলবার (১৯ জুলাই) বিকেল সাড়ে চারটায় খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসের নিচে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। সে বিজিবি সেক্টরের সামনের আদিবাদি গ্রাম সদ্দারপাড়ার  বঙ্কু ছেলে। আগামীকাল তার বিয়ের আশির্বাদ হওয়ার কথা ছিল।  মিরপুর বিজিবি সেক্টর সংলগ্ন রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে।

কিশোরের পুরা নাম সুদীপ রায় (১৮)। ডাক নাম সুভাস। সে মিরপুর বাজারের একটি সেলুনের দোকানে কাজ করতো।

ওই কিশোরের মা রুপা রানী জানান, আমি মাঠে ঘাস কাটতে গিয়েছিলাম। হঠাৎ শুনলাম আমার ছেলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছে। আমি সেখানে পৌছে দেখি তার লাশ পড়ে আছে।

আমার ছেলে জন্মের সময় ডেলিভারিতে বুকে ও মাথায় চাপ লেগে অসুস্থ হয়ে পড়েছিল। তার পর থেকে সে দীর্ঘদিন অসুস্থ ছিল। চিকিৎসা করে ভালো না হওয়ায় রোগের তীব্রতা সইতে না পেরে আত্মহত্যা করেছে।

স্থানীয়রা বলছেন, কিছু টাকা নিয়ে তার পরিবারের সাথে মনোমালিন্য হয়। এই ঘটনার জের ধরেই সে আত্মহত্যা করেছে।  

পোড়াদহ জিআরপি থানার ওসি মঞ্জুর আলী বলেন,স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই সৎকারের অনুমতি দেয়া হয়েছে।

এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ১৯,২০২২//