Print Date & Time : 14 May 2025 Wednesday 1:18 am

কুষ্টিয়ায় ডাঃ ইব্রাহীমের স্মরণসভা

জাতীয় অধ্যাপক ডাঃ ইব্রাহীমের ৩৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় সেবা সপ্তাহ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিক হাসপাতালে এ অনুষ্ঠান হয়। কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সভাপতি মতিউর রহমান লাল্টুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা প্রশাসক সাইদুল ইসলাম।

প্রধান বক্তা প্রখ্যাত হৃদ রোগ বিশেসজ্ঞ ও সার্জন প্রফেসর ড.এস আর খান। স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান টর্লিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইবি আইন অনুষদের সাবেক ডীন প্রফেসর ড,শাহাজাহান মন্ডল, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিচালক ডাঃ আব্দুল মোমেন, বিশিষ্ট সমাজ সেবক জয় নেহাল, ডায়াবেটিক হসপিটালের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ লাল মহম্মদ, মেডিকেল অফিসার ডাঃ মোহনা আফরোজ প্রমুখ। 

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ডায়াবেটিক রোগীদের জন্য জাতীয় অধ্যাপক ডাঃ ইব্রাহীম যে কাজটি করেছেন তা এদেশের আপামর মানুষ আজীবন সুফল ভোগ করবে। তিনি চিকিৎসা জগতে বাংলাদেশের গর্ব। বাংলাদেশের ডায়বেটিক রোগীরা তার অবদানের জন্য ডাঃ ইব্রাহীমকে আজীবন স্মরণ করবে। ডা.মোহাম্মদ ইব্রাহিম তার জীবন উৎসর্গ করেছিলেন মানুষের সেবায়। তার আদর্শ ও লক্ষ্য ছিল- কোনো ডায়াবেটিক রোগী দরিদ্র হলেও বিনা চিকিৎসায়, অনাহারে, বেকার অবস্থায় মারা যাবে না। তিনি চিকিৎসা জগতে বাংলাদেশের গর্ব। বাংলাদেশের ডায়বেটিক রোগীরা তার অবদানের জন্য ডাঃ ইব্রাহীমকে আজীবন স্মরণ করবে।

অনুষ্ঠান শেষে মরহুম ডাঃ ইব্রাহিমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি হাফিজুর রহমান কাল্টু, সদস্য নজরুল ইসলাম সরকার, নিলুফার রহমান এ্যানি প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন কবি কনক চৌধুরী।

রাজা/দৈনিক দেশ তথ্য//সেপ্টেম্বর ০৬,২০২২//