কুষ্টিয়ায় জাঁকজমকপূর্ণ পরিবেশে বিপুল সংখ্যক দর্শনার্থীদের উপস্থিতিতে দুদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে।
এটুআই প্রজেক্টের কারিগরি সহযোগিতায় ও জেলা প্রশাসন কুষ্টিয়ার আয়োজনে কালেক্টরেট চত্বরে অনুষ্ঠিত এ ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।
অনুষ্ঠানে কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ খাইরুল আলম, জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ আরিফ উজ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোছা: নাসরিন বানু প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে একটি বর্নাঢ্য র্যালি বের করা হয়। দুদিন ব্যাপী এ ডিজিটাল উদ্ভাবনী মেলায় চারটি প্যাভিলিয়নসহ ৪০ টি স্টল বসেছে। উদ্বোধনের পর অতিথিবৃন্দ ডিজিটাল উদ্ভাবনী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেলে দুদিন ব্যাপী এ ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী অনুষ্ঠিত হবে।
বা// দৈনিক দেশতথ্য// ১৭ নভেম্বর//

Discussion about this post