
কুষ্টিয়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাব্বী সর্দার (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাব্বী কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রামের রাজা সর্দারের ছেলে। তিনি রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
রাব্বীর চাচা ইউপি সদস্য বাবু সরদার জানান, বেশ কয়েকদিন ধরে রাব্বি জ্বরে আক্রান্ত ছিল। জ্বরে আক্রান্ত অবস্থায় প্রথমে তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকরা রাব্বী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেন। পরে বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রাব্বীকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আব্দুল মোমেন জানান, রাব্বী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রুগী চিকিৎসাধীন রয়েছেন। আমরা তাদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ২৯,২০২২//

Discussion about this post