নিজস্ব প্রতিবেদ: কুষ্টিয়ায় ড্রাম ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলমপুর ইউনিয়নের ভাদালিয়া নামক স্থানে।
নিহত যুবক কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার উজানগ্রাম ইউনিয়নের বারুইপাড়া গ্রামের আলম মুন্সির ছেলে লিটন মুন্সি। সে গতকাল দুপুরে মটরসাইকেল যোগে কুষ্টিয়ার উদ্দেশ্যে যাওয়ার পথে ভাদালিয়া নামক স্থানে পৌছালে ড্রাম ট্রাকের ধাক্কায় রাস্তার পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।স্থানীয়রা জানায়, নিহত যুবক লিটন মুন্সি মটরসাইকেল নিয়ে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন এমন সময় একটি বেপরোয়া ড্রামট্রাকের ধাক্কায় তিনি নিহত হন। লিটন মুন্সি কুষ্টিয়ার একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন বলে প্রাথমিকভাবে জানাগেছে।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post