Print Date & Time : 19 April 2025 Saturday 11:57 pm

কুষ্টিয়ায় ঢাকা পোস্টের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঢাকা পোস্ট এক বছর আগে আজকের এই দিনে যাত্রা শুরু করে। প্রথম বর্ষপূর্তি উপলক্ষে কুষ্টিয়া প্রেসক্লাবের এম এ রাজ্জাক মিলনায়তনে বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সম্মাননা স্মারক প্রদান, কেক কাটা ও আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয় দিনটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। এ সময় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগর, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, কোষাধ্যক্ষ এম. লিটন-উজ-জামান, দফতর সম্পাদক নাহিদ হাসান তিতাস, নির্বাহী সদস্য মো. হাসান আলী, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি রাজু আহমেদ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি রাকিব হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এবি//দৈনিক দেশতথ্য//১৬.০২.২০২২//