Print Date & Time : 4 July 2025 Friday 5:13 pm

কুষ্টিয়ায় তাল বীজ বপন কার্যক্রমের উদ্বোধনকালে জেলা প্রশাসক

প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতের হাত থেকে রক্ষা পেতে কুষ্টিয়ায় তাল বীজ বপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার গড়াই নদীর পাড়ে গড়াই আশ্রয়ণের উল্টো পাশে ৩০০ তাল বীজ বপন করা হয়। তালগাছের বীজ বপন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা।

এসময় তিনি বলেন, আমাদের দেশে তালগাছ কমে যাওয়ায় বর্ষা মৌসুমের প্রায় সময় বজ্রপাতে হতাহতের ঘটনা ঘটে থাকে। তাই প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতের হাত থেকে রক্ষা এবং পরিবেশে ভারসাম্য ফিরিয়ে আনতে বেশি বেশি তাল বীজ বপন বা চারা রোপন করতে হবে। তালগাছ মানুষের বন্ধু এই গাছকে যত্ম করতে হবে। এর পাশাপাশি প্রত্যেকের বাড়িতে দু’চারটি করে তালগাছের বীজ বপনের আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন – কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পার্থ প্রতীম শীল, সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) দবির উদ্দিন প্রমুখ।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পার্থ প্রতীম শীল জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত নির্দেশনা মোতাবেক সমগ্র কুষ্টিয়া জেলায় তালগাছের বীজ বপনের অংশ হিসেবে কুষ্টিয়া সদর উপজেলায় তালগাছের বীজ বপন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ২৯,২০২৩//