Print Date & Time : 27 August 2025 Wednesday 6:28 pm

কুষ্টিয়ায় তেলবাহী ট্রেন দুর্ঘটনায় পড়ে গেল ৪২ টন তেল!

কুষ্টিয়ার মিরপুরে লুপ লাইনে তেলবাহী ট্রেনের ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হয়। শনিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে মিরপুর উপজেলার হালসা এলাকায় এ ঘটনা ঘটে। ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় কনটেইনার থেকে প্রায় ৪২ টন তেল মাটিতে পড়ে গেছে।

এ তথ্য নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী রেলওয়ে পরিবহন বিভাগীয় কর্মকর্তা প্রকৌশলী বীরবল মন্ডল। অপর এক রেল কর্মকর্তা জানান, এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।

তিনি বলেন, লুপ লাইনে দাঁড়ানোর জন্য আদেশ দেওয়া ছিল তেলবাহী ট্রেনটিকে। কিন্তু আদেশ না মেনে সামনের দিকে এগিয়ে যায়। এতেই এই ঘটনা ঘটে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী রেলওয়ে পরিবহন বিভাগীয় কর্মকর্তা প্রকৌশলী বীরবল মন্ডল এক প্রশ্নের জবাবে বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত করে দেখছে।

এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ২৩,২০২২//