কুষ্টিয়ার দৌলতপুরে রিয়াদুল নবীর দরবার শরীফে দূবৃর্ত্তরা আগুন দিয়ে জায়নামাজ সহ দরবার শরীফের আসবাবপত্র ও বিছানাপত্র পুড়িয়ে দিয়েছে।
রবিবার রাত ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের হাকিমপুর মধ্যপাড়া গ্রামে মো. সামসুজ্জোহা রতন নামে এক ব্যক্তির তত্বাবধানে থাকা দরবার শরীফে দূর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ ঘটনায় মো. সামসুজ্জোহা রতন সোমবার সকালে দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানাগেছে, রবিবার রাতে
উপজেলার সদর ইউনিয়নের হাকিমপুর
মধ্যপাড়া গ্রামে কে বা কারা রিয়াদুল নবীর দরবার শরীফের তালা ভেঙ্গে দরবার শরীফের ভেতর ঢুকে আগুন ধরিয়ে দেয়। এতে দরবার শরীফের ভেতরে বিছানো জায়নামাজ সহ আসবাবপত্র ও বিছানাপত্র পুড়ে ভষ্মিভূত হয়। আগুনে দরবার শরীফের প্রায় ৬০হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। দরবার শরীফে আগুনের বিষয়ে দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান বলেন, রাতের আঁধারে কে বা কারা তোষকে আগুন দিয়েছে, বিষয়টি সন্দিহান।

Discussion about this post