ওপেলিয়া কনি, কুষ্টিয়া অফিসঃ কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এতে ট্রাক দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। বৃহস্পতিবার ভোর রাতে সদর উপজেলার আনসার ক্যাম্প এলাকায় কুষ্টিয়া-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে।
কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল-মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘আজ ভোররাত ৪টার দিকে যশোর থেকে আসা একটি সার বোঝাই ট্রাক কুষ্টিয়া শহরের উদ্দেশ্যে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সাথে পথে ঘন কুয়াশার কারণে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ট্রাক দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। ‘