চালের বাজার নিয়ন্ত্রনে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশের পর দেশের সরুকুষ্টিয়ায় দুই রাইসমিল মালিককে এক লক্ষ টাকা জরিমানা চালের সব চেয়ে বড় মোকাম কুষ্টিয়ার খাজানগরের বেশ কয়েকটি চালকলে অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত বাজার মনিটরিং টিম।
বুধবার দুপুরে খাজানগর মোকামের ব্যাপারী অটো রাইস মিল ও ইফাদ অটো রাইস মিলের গোডাউনে হানা দেন টিমের সদস্যরা। এ সময় ধান ও চালের মজুত খতিয়ে দেখেন তারা। ব্যাপারী রাইস মিলে ধান ও চালের তেমন মজুদ না থাকলেও ইফাদ অটো রাইস মিলের তিনটি গোডাউনে ধানের মজুত ছিল কিছুটা বেশি। এ কারণে ওই মিল মালিককে সর্তক করে দেওয়া হয়।
এছাড়াও বস্তায় নকল লেভেল লাগিয়ে চাল বিক্রির অপরাধে নিউ বনফুল ও নিউ ফোর ষ্টার এই দুই রাইচ মিলকে ৫০ হাজার টাকা করে মোট এক লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়াও দুটি প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন না থাকা এবং একটি প্রতিষ্ঠান লাইসেন্স না থাকায় তিনজনকে মোট সাড়ে সাত হাজার টাকা জরিমানা করা হয়। মনিটরিং টিমের সদস্য কুষ্টিয়ার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস বলেন, ভরা মৌসুমেও চালের বাজার অস্থির হওয়ায় চালের বাজার নিয়ন্ত্রনে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশের পর আমরা দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম খাজানগরের অভিযানে এসেছি। কোন মিলে ধান অথবা চাল মজুত আছে কিনা অবৈধভাবে কেউ বেশি দাম নিচ্ছে কিনা এসব সার্বিক বিষয় গুলো দেখা হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী, সিনিয়র কৃষি বিপনন কর্মকর্তা আব্দুস ছালাম তরফদার, জাতীয় ভোক্তা সংরক্ষন অধিদপ্তরে সহকারী পরিচালক সুচন্দন মন্ডলসহ র্যাব ও পুলিশ সদস্যরা এ অভিযানে অংশ নেয়।
এবি//দৈনিক দেশতথ্য// জুন ০১,২০২২//

Discussion about this post