দুর্নীতি দমন কমিশনের অষ্টাদশ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে “দুর্নীতি দমনে আমরা অঙ্গীকারবদ্ধ” এই স্লোগান কে সামনে রেখে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ নভেম্বর দুর্নীতি দমন কমিশন কুষ্টিয়া কুষ্টিয়া জেলা কার্যালয়ের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে নবাগত উপপরিচালক মোঃ শহীদুল ইসলাম মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী পরিচালক নীল কমল পাল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপসহকারী পরিচালক সৈয়দ মাইদুল ইসলাম। বক্তব্য রাখেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ রেজানুর রহমান খান চৌধুরী মুকুল, সাধারণ সম্পাদক এস এম কাদেরী শাকিল, শাহ নওয়াজ আনসারী মনজু, এডভোকেট আল মুজাহিদ মিঠু, নীলিমা আক্তার প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নির্বাহী সদস্য রফিকুল ইসলাম শাহীন, মোঃ ওবাইদুর রহমান, আবু আকরাম, আবদুল মতিন, কাজী ইমদাদুল বাশার রিপন প্রমুখ।

Discussion about this post