কুষ্টিয়া প্রতিনিধি\ ০৪ মার্চ, ২০২৪\ কুষ্টিয়ায় জাতীয় দৈনিক দেশরূপান্তর পত্রিকার পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার বেলা ১১টায় কুষ্টিয়া জেলা প্রেসক্লাব মিলনায়তনে দেশরূপান্তর কুষ্টিয়া জেলা প্রতিনিধি হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে অতিথি ছিলেন কুষ্টিয়া সরকারী মহিলা কলেজের ইংরেজী বিভাগের অধ্যাপক অজয় মৈত্র, কবি ও লেখক প্রবীন সাংবাদিক দৈনিক বাংলাদেশ বার্তার প্রকাশক সম্পাদক, কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক আব্দুর রশিদ চৌধুরী, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি হাজি গোলাম মহসিন।
এসময় আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিবৃন্দ ছাড়াও শুভেচ্ছা বক্তরাখেন- কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের সভাপতি তারিকুল হক তারিক, সহসভাপতি মজিবুল সেখ, বৈশাখী টিভি কুষ্টিয়া প্রতিনিধি রবিউল ইসলাম দোলন, দেশরূপান্তর কুমারখালী ও খোকসা উপজেলা প্রতিনিধি কাঙ্গাল হরিনাথ মজুমদার প্রেসক্লাবের সভাপতি কেএমআর শাহিন, দৈনিক হাওয়া পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সিহাব উদ্দিন, চারণ সংগঠক শফিউর রহমান শফি প্রমুখ।
বক্তারা বলেন, দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম গুলির মধ্যে দায়িত্বশীলদের দৈনিক দেশরূপান্তর পত্রিকা পাঁচ বছর আগে যে মিশন ও ভিশন ধারণ করে যাত্রা শুরু করেছিলো এবং ব্যতীক্রম সংবাদ মাধ্যম হিসেবে খুব অল্প সময়ের মধ্যে নিজের ভিন্নতা সৃষ্টিসহ জায়গা করে নিয়েছে। নানা সংকট ও প্রতিবন্ধকতা সসত্বেও সবকিছু পিছনে ফেলে প্রকৃত অর্থেই দেশ সমাজ ও মানুষের জীবনচিত্রের সমস্যা ও সম্ভাবনার বাস্তবরূপ তুলে পেশাদারিত্বের স্বাক্ষর রেখে চলেছে।
সেই অভিযাত্রা আগামীতেও অবিচল থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করে একটি নিরপেক্ষ গণমাধ্যম হিসেবে আগামীতেও উত্তরোত্ত সাফল্য কামনা করেন।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৪ মার্চ ২০২৪