কুষ্টিয়া শহরের এনএস রোড দোকান মালিক কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সকল বিজয়ী নেতৃবৃন্দদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মৌবন ঢাকা-কুষ্টিয়া এ সংবধ্যনা অনুষ্ঠানের আয়োজন করে।
রবিবার সন্ধ্যায় শহরের মৌবন চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দোকান মালিক কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আজগর আলী।
এসময় তিনি বলেন, ‘আওয়ামীলীগ যখনই সরকার গঠন করেছে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করেছে। দেশের ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটিয়েছে। তাই এই কুষ্টিয়া দোকান মালিক কল্যাণ সমিতি ব্যবসায়ীদের কল্যাণে কাজ করবে এবং একটি শক্তিশালী সংগঠন হিসেবে রূপ নেবে।
মৌবনের সিইও হাবিবুল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন দোকান মালিক কল্যাণ সমিতির উপদেষ্টা হাজী তরিকুল ইসলাম মানিক, উপদেষ্টা হাফিজুর রহমান হেলাল, আমিনুল হক সেলিম, দোকান মালিক কল্যাণ সমিতির নবনির্বাচিত সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক ইনছানুর রহমান রিপন ও সাংগাঠনিক সম্পাদক মকসুদুল হক কল্লোল প্রমুখ।
পরে বিজয়ী সবাইকে মৌবনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো শেষে কেক কেটে এবং মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠানটি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৌবনের এক্সিকিউটিভ অফিসার মীর তনিমা। অনুষ্ঠানে দোকান মালিক কল্যাণ সমিতির নবনির্বচিত সকল সদস্য ও মৌবনের নির্বাহী পরিচালক সাফিনা আনজুম জনী, জেনারেল ম্যানেজার মোশাররাফুল হক বকুল, ম্যানেজার আশিকুজ্জামান রনি, অর্জন কুমার, ইমদাদ হোসেনসহ সুধীজনরা উপস্থিত ছিলেন।
এবি//দৈনিক দেশতথ্য//মার্চ ০৬,২০২২//

Discussion about this post