স্টাফ রিপোর্টার
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কুষ্টিয়া সদর শাখার আয়োজনে, সারাদেশে ধর্ষণসহ সকল প্রকার অরাজকতার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার দুপুর ১২ টার দিকে কুষ্টিয়া প্রেস ক্লাবের সামনে এনএস রোডে এ সভায় বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জাতীয় নাগরিক পার্টির সদস্য সুলতান মাহমুদ তালহা, লিমন আহমেদ, রফিকুল্লাহ কালভি ও রাসেল পারভেজ।
আরও বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কুষ্টিয়া সদর শাখার আহবায়ক কে এস রায়হানুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আল জাহিদ জাহাঙ্গীর ও সজীব প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কুষ্টিয়া সদর শাখার যুগ্ম আহবায়ক ইমন, মুখপাত্র রাজ ও মুখ্য সংগঠক আতাহার নাবিলসহ আরও অনেকে।
প্রতিবাদ সভায় বক্তারা, ধর্ষণের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়েছেন।
তারা বলেন, ধর্ষণের ঘটনায় অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে।

Discussion about this post