স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) উদ্যোগে নতুন ২০টি জাতের আলু ফসলের প্রদর্শনী প্লট ও মাল্টি লোকেশন পারফরমেন্স যাচাই এবং মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বিএডিসি‘র মানসম্পন্ন বীজ আলু উৎপাদন ও সংরক্ষণ এবং কৃষক পর্যায়ে বিতরণ জোরদারকরণ প্রকল্পের আওতায় মঙ্গলবার দুপুর ১২ টায় চৌড়হাস বিএডিসি হিমাগার চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত মাঠ দিবস অনুষ্ঠানে বিএডিসি কুষ্টিয়া অঞ্চলের যুগ্ম-পরিচালক (সার) লিয়াকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক সুশান্ত কুমার প্রামানিক । বিশেষ অতিথি ছিলেন যুগ্মপরিচালক (সার), কুষ্টিয়া (বদলির আদেশপ্রাপ্ত) মোঃ মোর্শেদুল ইসলাম এবং জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা রঞ্জন কুমার প্রামানিক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএডিসি কুষ্টিয়া হিমাগারের উপপরিচালক (আলু বীজ) মুহাম্মদ আশরাফুল আলম । অনুষ্ঠানে বিএডিসি, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট, ধান গবেষণা ইন্সটিটিউট, কৃর্ষি বিপণন অধিদপ্তরসহ এনজিও প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়াও চুক্তিবদ্ধ বীজ আলু চাষি এবং বীজ ডিলারগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিএডিসি‘র আলু বীজ বিভাগের প্রকল্পের অধীনে আমদানীকৃত বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল, রপ্তানী ও শিল্পে ব্যবহার উপযোগী বীজ আলুর প্রদর্শনী প্লট ও মাল্টি লোকেশন পারফরমেন্স যাচাই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উপপরিচালক (আলুবীজ), কুষ্টিয়া দপ্তরের তত্ত্বাবধানে কুষ্টিয়া সদর উপজেলার জগতি এলাকায় ২০টি জাতের প্রদর্শনী প্লট স্থাপনের মাধ্যমে বীজআলুর পারফরমেন্স যাচাই করা হয়। উক্ত ২০টি জাতের মধ্যে রয়েছে বিএডিসি আলু-১ (সানশাইন), বিএডিসি আলু-০২ (প্রাডা), বিএডিসি আলু- ০৩ (সান্তানা), বিএডিসি আলু-৫ (এডিসন) , বিএডিসি আলু-৭ (কুইন এনি), বিএডিসি আলু-৮ (ল্যাবেলা)সহ বেশ কয়েকটি জাতের হেক্টরপ্রতি ফলন প্রায় ৪০ মে.টন। যা প্রচলিত জাতের তুলনায় ফলন অনেক বেশি। এছাড়া উক্ত আলুর ড্রাই ম্যাটার বেশি হওয়ায় তা রপ্তানী ও শিল্পে ব্যবহার উপযোগী এবং রোগবালাই প্রতিরোধী। দেশে প্রচলিত বীজ আলুর পুরাতন জাতের পরিবর্তে বিএডিসি‘র মাধ্যমে আমদানীকৃত বীজ আলু উক্ত জাতগুলি কৃষক পর্যায়ে ছড়িয়ে দিতে পারলে আলু ফলন বৃদ্ধি পাবে সেই সাথে দেশের খাদ্য চাহিদা পূরণ ও রপ্তানীর মাধ্যমে দেশের অর্থনীতিতে বিরাট এক মাইলফলক অর্জিত হবে।
এবি//দৈনিক দেশতথ্য//মার্চ ০৮,২০২২//