বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে প্রতিবছর বিদ্যালয়গুলোতে বই বিতরণ উৎসব পালিত হয়ে থাকে। এবছর তার কোন ব্যতিক্রম হয়নি। দেশের প্রতিটি বিদ্যালয়েই উৎসবের মধ্য দিয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হচ্ছে।
এরই ধারাবাহিকতায় ২ জানুয়ারী সোমবার সকালে কুষ্টিয়া পৌর এলাকার জি.কে মাধ্যমিক বিদ্যালয়ে উৎসবের মধ্য দিয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে।
নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মামুন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও আন্তর্জাতিক শিশু সংগঠক আশরাফ উদ্দিন নজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সমাজসেবক ও ব্যবসায়ী আবু জাফর মোল্লা, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আকবর বাদশা ও জামিনুর রহমান এবং সহকারী প্রধান শিক্ষক মোঃ জাকারিয়া।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা উৎসবমুখর পরিবেশে বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণী থেকে ৯ম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকদের একাংশ উপস্থিত ছিলেন।
খালিদ সাইফুল / দৈনিক দেশতথ্য / ২ জানুয়ারি ২০২৩

Discussion about this post