Print Date & Time : 1 July 2025 Tuesday 11:24 am

কুষ্টিয়ায় নবজাতকের মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার মিরপুর পৌরসভা এলাকায় সড়কের পাশের ধান ক্ষেত থেকে এক নবজাতকের মরদেহ পুলিশ উদ্ধার করেছে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার ৮নং ওয়ার্ডের নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার সড়কের পাশের ধান ক্ষেত থেকে ব্যাগে মোড়ানো ওই নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ হাসান।

তিনি আরও জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সড়কের পাশের ধান ক্ষেতে নবজাতকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//