Print Date & Time : 13 May 2025 Tuesday 5:27 pm

কুষ্টিয়ায় নবান্ন উৎসব ও কৃষি সমাবেশ

কুষ্টিয়ার কুমারখালীতে নবান্ন উৎসব  ও কৃষি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয় আয়োজনে বুধবার বিকেলে কুমারখালীর চাঁদপুর ইউনিয়নের জুংগলি জিকে ক্যানেল পাড়ায় উক্ত নবান্ন উৎসব ও কৃষি সমাবেশ অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের সচিব কৃষিবিদ মো. সায়েদুল ইসলাম। এ সময় তিনি বলেন, কৃষি ও কৃষকদের উন্নয়নে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর নেতৃত্বেই এদেশে আমরা কৃষিতে বিপ্লব আনতে যাচ্ছি। ‘

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. বেনজীর আলম, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার।

কৃষি সমাবেশ শেষে ৭৫ জন কৃষকদের মাঝে ২০ কেজি করে গমের বীজ, ১০ কেজি করে এমওপি ও ডিওপি রাসায়নিক সার এবং পাঁচজন কৃষকে পাঁচটি সীডার যন্ত্র বিতরণ করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব কৃষিবিদ মো. সায়েদুল ইসলাম।

বা// দৈনিক দেশতথ্য// ১৭ নভেম্বর//