এসএম জামাল কুষ্টিয়া থেকে: কুষ্টিয়ায় ‘একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে’- শীর্ষক প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর এবং বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ কুষ্টিয়া জেলা শাখা বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।
দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ, কুষ্টিয়া জেলা শাখার সভাপতির সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক সেখ আবদুল লতিফ।
সভায় বক্তারা বলেন, প্রবীণ নাগরিকদের কল্যাণ ও মর্যাদা রক্ষায় পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে। প্রবীণদের অভিজ্ঞতা ও প্রজ্ঞাকে জাতির সম্পদ হিসেবে বিবেচনা করার আহ্বান জানান তারা।

Discussion about this post