Print Date & Time : 22 April 2025 Tuesday 11:54 pm

কুষ্টিয়ায় নাশকতা মামলার আসামি গ্রেফতার

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমানের নির্দেশনায় এসআই আলীমের নেতৃত্বে এস আই নজরুল ও এ এসআই উজ্জ্বল এর সাঁড়াশি  অভিযানে ৪ অক্টোবর ২০২৩ বুধবার বেলা ২টায় রেজিস্ট্রি অফিসের সামনে নাশকতা মামলার প্রধান আসামি মোশাররফকে গ্রেফতার করে।

কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নতুন পাড়া এলাকার  মৃত গণি মিয়ার ছেলে মোশারফ। তার বিরুদ্ধে এলাকায় সরকার বিরোধী ষড়যন্ত্রে সক্রিয় অবস্থান ও গোপনে জঙ্গি সংগঠনগুলোর সাথে যোগাযোগ রয়েছে বলে অভিযোগ করেছিলেন এলাকাবাসী ।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান বলেন অভিযান অব্যাহত আছে। মানুষ যাতে নিরাপদে থাকে সুন্দরভাবে জীবন যাপন করতে পারে সে জন্য আমরা কাজ করে যাব।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৪ অক্টোবর ২০২৩