Print Date & Time : 23 August 2025 Saturday 6:36 am

কুষ্টিয়ায় নাশকতা মামলায় সাবেক তিন এমপি গ্রেফতার

কুষ্টিয়ায় দলীয় কার্যালয়ের সামনে থেকে জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ সৈয়দ মেহিদী আহমেদ রুমীকে, মজমপুর দাদাপুর সড়কের নিজ বাসা থেকে সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন, ও দৌলতপুরের সাবেক সাংসদ ও উপজেলা বিএনপির সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে তার নিজ বাড়ি থেকে আটক করেছে ডিবি পুলিশ। 

মঙ্গলবার বেলা সাড়ে ১০ টা থেকে দুপুর ১২টার মধ্যে এসব নেতৃবৃন্দকে আটক করা হয়ে বলে পারিবারিক সূত্রের দাবি । 

জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমীর স্ত্রী ফাহিমা রুমীর অভিযোগ, কোন প্রকার মামলা বা পরোয়ানা ছাড়াই পুলিশ আমার স্বামীকে ধরেছে। এই রাজনৈতিক কর্মসূচী চলাকালে অযথা হয়রানি করার জন্যই তাকে পুলিশ তুলে নিয়ে গেছে’। আমি অবিলম্বে আমার স্বামীসহ পুলিশী হয়রানী মামলায় আটক বা গ্রেফতারকৃত নেতৃবৃন্দর মুক্তি দাবি করছি’।  

বিএনপিসহ বিরোধী দল আহুত অবরোধ চলাকালে এসব নেতৃবৃন্দদের আটকের বিষয়ে নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশ ডিবির অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মাহফুজুর রহমান জানান, ,‘জেলার বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে জিজ্ঞাসাবাদের জন্য বেলা সাড়ে ১১টার দিেেক আটক করেছে ডিবি পুলিশ’। এর চেয়ে আরও কোন তথ্য জানার থাকলে সদর ওসির সাথে কথা বলে নিন’। 

কুষ্টিয়া সদর থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক সৈয়দ আশিকুর রহমান জানান, ‘জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নাশকতা সৃষ্টির অভিযোগে করা মামলায় বিএনপির সভাপতি ও সাধারন সম্পাদককে গ্রেফতার করে জিজ্ঞাসাবারদ করা হচ্ছে।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৩১ অক্টোবর  ২০২৩