Print Date & Time : 15 May 2025 Thursday 9:20 am

কুষ্টিয়ায় নিখোঁজ ইজিবাইক চালকের অর্ধগলিত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:কুষ্টিয়ায় নিখোঁজের ১০দিন পর শাহিনুল হক লিটন (৪৭) নামে এক ইজিবাইক চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার বেলা ১১টার দিকে মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বাইপাস সড়কের পাশে রোজ হলিডে পার্ক সংলগ্ন খাল থেকে ভাসমান লাশটি উদ্ধার করে মিরপুর থানা পুলিশ।

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শাহিনুল হক লিটন কুষ্টিয়া শহরের হাউজিং-এ ব্লক এলাকার মৃত ইজাবুল হকের ছেলে। গত ১৮ মে বিকেলে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে তিনি নিখোঁজ হন। 

পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, গত ১৮ মে বিকেলে

শাহিনুল হক লিটন বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে তিনি নিখোঁজ হন। পরবর্তীতে লিটনের স্ত্রী মনিরা হক কুষ্টিয়া মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। 

মনিরা বলেন, নিখোঁজের দিন কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকার দিকে যান লিটন। এরপর থেকে অটোরিকশাসহ তার আর কোনো হদিস পাওয়া যায়নি।

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ বলেন, সকালে সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করি। পরবর্তীতে সংবাদ পেয়ে নিখোঁজের পরিবারের লোকজন এসে লাশ শনাক্ত করে। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় একটি অপহরণ মামলা থাকায় সদর থানায় লাশ হস্তান্তর করা হয়েছে।

ওসি বলেন, অর্ধগলিত মরদেহটি চেহারা দেখে চেনার উপায় নেই। মরদেহ উদ্ধারের পর তার পরিবারের সদস্যরা পোশাক দেখে সনাক্ত করেন।

পুলিশের ধারণা অটোরিক্সা ছিনতাই করতেই তাকে হত্যা করেছে অপরাধীরা। ডিএনএ পরীক্ষার পর ওই নিখোঁজের মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে বলে জানিয়েছেন ওসি।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২৮ মে ২০২৪