কুষ্টিয়া শহরের হাউজিং এস্টেট এলাকায় কুষ্টিয়া জিলা স্কুলের শিক্ষিকা রোকসানা খানম (৫২) গত রোবাবর রাতে খুন হন। তার হত্যা রহস্য উদঘাটন হয়েছে। এই ঘটনায় নিহতের ভাতিজা নওরোজ জাবিদ নিশাতকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, শিক্ষিকা রোকসানা খানম নিঃসন্তান ছিলেন। তার স্বামী যশোরে সরকারি চাকরি করেন। সেখানেই তিনি থাকেন। ২০১৩ সালে রোকসানার ভাই মারা যায়। এরপর সে ভাইয়ের ৪ বছর বয়সী ছেলে নিশাতকে এনে সন্তানের মতো করে লালনপালন করেন।
নিশাত লেখাপড়ায় মনোযোগী না হয়ে অনলাইন জুয়া ও মাদকে আশক্ত হয়ে পড়ে। এ থেকে তাকে নিবৃত্ত করানোর জন্য রোকসানা তাকে মুদি দোকান করে দেন। এরপরও তাকে অনলাইন জুয়া ও মাদক থেকে মুক্ত করা যায়নি।
ফুফু তাকে একটি মোটরসাইকেল কিনে দিয়েছিলেন। সেই মোটরসাইকেলটিও সে কয়েকদিন আগে ১ লাখ ৯০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছে। এ নিয়ে গত রোববার ফুফুর সাথে নিশাতের কথা কাটাকাটি এবং ঝগড়া হয়। এরই জের ধরে রোববার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ১টার দিকে ঘুমন্ত ফুফুকে শিল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে।
গত সোমবার (০৭ নভেম্বর) দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে নিশাতকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে পর হত্যার দায় স্বীকার করায় রাতে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
জানা গেছে, অনলাইনে জুয়া খেলতে নিষেধ করায় ফুফুকে হত্যা করে নিশাত। সোমবার সকালে কুষ্টিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাউজিং ডি ব্লক এলাকার ২৮৫ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। শিক্ষিকার নিজ বাড়ির দ্বিতীয় তলা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
খুনি নিশাত কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা শহরের স্বর্ণকার পট্টি এলাকার মৃত টিপুর ছেলে। নিহত রোকসানা তার আপন ফুফু।
রোকসানা ভেড়ামারা সরকারি গালস স্কুলের সাবেক সহকারী শিক্ষক মৃত রওশন আলীর বড় মেয়ে। তিনি কুষ্টিয়া জিলা স্কুলের সিনিয়র শিক্ষক। তারা স্বামী মোস্তাফিজুর রহমান যশোরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) চাকরি করেন।
পুলিশ জানিয়েছে, কুষ্টিয়া শহরের হাউজিং এস্টেট ডি ব্লক এলাকার ২৮৫ নম্বর ৬ তলা বিশিষ্ট বাড়ির মালিক নিহত রোকসানা। সেই বাড়ির দ্বিতীয় তলায় তিনি বসবাস করতেন। আর চার তলায় বসবাস করতেন গ্রেপ্তার নিশাত। ওই বাড়ির নিচতলায় মুদি দোকানে ব্যবসা করত নিশাত। জিজ্ঞাসাবাদে ফুফুকে নির্মমভাবে হত্যার কথা স্বীকার করেছে নিশাত।
নিহতের স্বামী মোস্তাফিজুর রহমান বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা করেছেন।
বা//দৈনিক দেশতথ্য//৯ নভেম্বর ২০২২//

Discussion about this post