কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় পণ্যে পাটজাত দ্রব্য ব্যবহার না করার অপরাধে ১৫হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমড়কা বাজারে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন দৌলতপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল জব্বার। এতে সহায়তা করেন কুষ্টিয়া জেলার পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক মোঃ সোহরাব উদ্দিন বিশ্বাস।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল জব্বার জানান, পণ্যে পাটজাত দ্রব্য ব্যবহার না করার অপরাধে
উপজেলার ডাংমড়কা বাজারে অভিযান চালিয়ে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন – ২০১০ ” এর ৪/১৪ ধারা লঙ্ঘনের অভিযোগে মোঃ শহিদুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
আইন বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া জেলার পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক মোঃ সোহরাব উদ্দিন বিশ্বাস
জানান, দেশের স্বার্থে, জনগনের কল্যানে, পরিবেশের প্রয়োজনে এবং পাট খাতের সার্বিক উন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকারের প্রণীত সংশ্লিষ্ট আইন যথাযথভাবে বাস্তবায়ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।
এবি//দৈনিক দেশতথ্য//৩১ মার্চ, ২০২২//

Discussion about this post